Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা


ভবিষ্যত কর্মপরিকল্পনা
 

*ভোক্তা এবং কৃষকদের জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত মূল্য নিশ্চিত করার জন্য কৃষি বিপণন অধিদপ্তর ১০-টি সমন্বিত বাজারে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন কৃষি পণ্যের চলতি মুল্য প্রদর্শন করার পরিকল্পনা গ্রহন করেছে। শস্য গুদাম ঋণ কার্যক্রম জোরদারকরনের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর নতুন গুদাম নির্মাণ এবং পুরাতন গুদাম মেরামতের পরিকল্পনা গ্রহন করেছে।  

*  কৃষি ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারনের লহ্ম্যে উদ্যোক্তা উন্নয়ন, ঋণ সহায়তা প্রদান এবং কারিগরী ও বিপণন সহায়তা প্রদানের পদহ্মেপ গ্রহন।

* মোবাইল ভিত্তিক তথ্য সংগ্রহ ও প্রচার বিশেষ করে পুশ পুল সিস্টেম চালু করার পদহ্মেফ গ্রহন করা।

* অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকারের লহ্ম্যে কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা ব্যবস্থা সম্বলিত সার্টিফিকেট প্রদান।

* কৃষিপণ্যের রপ্তানী সহায়তাকরনে প্রয়োজনীয় কারিগরী সহায়তা ও অবকাঠামো স্থাপন করা।

* বিভিন্ন বিপণন সহায়তা সেবা (যেমন দামের পূর্বাভাস প্রদান, বাজার চাহিদা যোগান ইত্যাদি) প্রদানে অধিদপ্তরের কারিগরী দহ্মতা উন্নয়নে পদহ্মেপ গ্রহন করা।

* অন লাইনে কৃষিপণ্য বিপণননের জন্য ই-কৃষি বাজার ব্যবস্থা উন্নয়নে পদহ্মেপ গ্রহন করা।