Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
০১ জুন ২০২৩ তারিখে কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তাদের নিয়ে ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরন,সংরক্ষণ ব্যবস্থা ও বিপণন কৌশল'" শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
Details

 ১ জুন২০২৩ "তারিখ আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয়, কুমিল্লা" এর আয়োজনে    ব্রাহ্মণবাড়িয়া জেলায়  কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে কৃষক, কৃষি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য " ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরন,সংরক্ষণ ব্যবস্থা ও বিপণন কৌশল'" শীর্ষক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওমর মো: ইমরুল মহসিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জনাব মজিবর রহমান,উপপরিচালক (প্রশাসন ও অর্থ), কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা  ও  জনাব মোহাম্মদ নাজমুল হক, কৃষি বিপণন কর্মকর্তা (দা:প্রা:),ব্রাহ্মণবাড়িয়া। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ), কুমিল্লা জনাব সানেয়ার হোসেন  এছাড়াও অতিথি বক্তা হিসেবে বিশেষ সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক (প্রশিহ্মন)  জনাব আবদুল কাদের মহোদয়। প্রশিক্ষণে কৃষি পণ্যের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপণন দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরা হয়।

Attachments
Publish Date
07/06/2023
Archieve Date
07/09/2023