বিগত ০৫(পাঁচ) বছরের অর্জনসমূহ
* লাইসেন্সখাতে সরকারী কোষাগারে প্রায় ৩,১০,৮৮,৩২০ লহ্ম টাকা জমা করা হয়েছে।
* শস্য গুদাম কার্যক্রমের আওতায় মোট ৩৩,৮৬০ জন কৃষকের ৪,০৫,৫১০ কুই: শস্য জমার বিপরীতের মোট ৬,৬৬৩.৫৯ লহ্ম টাকা ঋণ প্রদান করা হয়েছে এবং ঋণ পরিশোধের হার ৯৮.৪০%
* বাণিজ্যিক ভিত্তিতে বসসবাড়িতে আলু সংরহ্মণ কৌশল বিষয়ে অবহিতকরনের জন্য ২৬,০০০ পোষ্টার বিতরণ এবং প্রদর্শনীর উদ্দেশ্যে ২২টি স্বল্প খরচে গৃহ পর্যায়ে আলু সংরহ্মণাগার নির্মানে সহায়তা প্রদান করা হয়েছে।
* রাজস্ব, প্রকল্প এবং কর্মসূচীর মাধ্যমে কৃষিপণ্যের বিপণন বিষয়ে সর্বমোট ৩৬,৫৯০ জনকে প্রশিহ্মণ প্রদান করা হয়েছে।
* বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচীর সহায়তায় ৪৬,৩২৪ জন কৃষি ব্যবসায় উদ্যোক্তা ও ১,৫৯৫টি কৃষক দল গঠন করা হয়েছে।
* কৃষি ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টির লহ্ম্যে প্রায় ৪২০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
* কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার লহ্ম্যে মোট ২১টি পাইকারী বাজার, ৬০টি গ্রোয়ার্স বাজার ও ঢাকা গাবতলীতে ০১টি সেন্ট্রাল বাজার তৈরী করা হয়েছে।
* কৃষিপণ্যের মূল্য সংযোজন বৃদ্ধির লহ্ম্যে ০৬টি অফিস কাম প্রক্রিয়াজাতকরণ কাম প্রশিহ্মণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
* কৃষিপণ্যের পরিবহন ও সংরহ্মণ সুবিধা প্রদানের জন্য ০১টি ট্রাক, ০৭টি কুল ভ্যান ও ১১টি কুল চেম্বার পরিচালনাসহ ১৫০টি সাধারণ ভ্যান ও ৫০০ প্লাস্টিক ক্যারেট এফিএমজিদের মধ্যে বিতরণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS